টেকনাফ সদরে গরুর হাটবাজার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান
জমজমাট গরু মহিষের হাটবাজার এখন টেকনাফ সদর লেংগুরবিল পর্যন্ত বাজারে। চলে আসুন দেশি-বিদেশি গরু মহিষ ছাগল ক্রয়বিক্রয়ের হাটে।
টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল গরুর হাটবাজার শুভ উদ্বোধন করেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল রহমান।
৩১ মে শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল পর্যটন বাজারের প্রতিবছরের ন্যায় এই বছর ও টেকনাফ সদরের বিভিন্ন এলাকা থেকে ঈদুল আজহার কোরবানির ঈদ উপলক্ষ্যে গরু মহিষ ছাগল সহ বিভিন্ন দেশের গরু এই বাজারে পাওয়া যাবে।
বাজার পরিচালনাকারী মো. করিম বলেন, টেকনাফ সদর ইউনিয়ন লেংগুরবিল এই হাটে ছোট বড় যে কোন ধরনের গরু মহিষ চাহিদা মতো ক্রয় করতে পারবেন, এবং বিক্রয় করতে পারবেন। সুন্দর পরিবেশে কোনো ঝামেলা ছাড়া এই হাটবাজার। আজ থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন নিয়মিত বাজার চালু থাকবে। এবং ক্রেতাবিক্রেতা সবাইর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
এ সময় বাজার উদ্বোধনে উপস্থিত ছিলেন, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, মো. আবদুল গরুর,
সাধারণ সম্পাদক, মো. তাহের,
থানা বিএনপির যুগ্ম সম্পাদক, সৈয়দ মিয়া
সদর ইউনিয়ন বিএনপির ওলামাদলের সভাপতি মাস্টার নজির আহমদ। টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাবেক মেম্বার মো. আলম,ব্যবসায়ী মো. তৈয়ুব, ১ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হামজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।