বড় ছেলে জিহাদ এর জন্মদিনে বাবা শামসুর অনুভূতি!
সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি’ আলহামদুলিল্লাহ’
“স্নেহ মাখা জিহাদ তুমি। আজকের দিনটি তোমার জীবনের একটি বিশেষ দিন। আর আমার জীবনের সবথেকে প্রধান দিন। যে দিনের জন্য আমি সারা বছর অপেক্ষা করি। তুমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারো সেই শুভকামনা করি। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, সামনের বছর গুলো যাতে এভাবেই কেটে যায় সেই কামনা করি। এখন তোমার লক্ষ্য অর্জনের সময় সঠিকভাবে পড়াশোনা করার সময়। জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছায় এই কামনা করি। জীবনে মহৎ ব্যক্তিত্বের অধিকারী হবে, তাহলে এগিয়ে যাবে সামনের দিকে। এই শুভ কামনা করি, শুভ জন্মদিন” বাবা অনেক ভালোবাসি তোমাকে (জিহাদ)।
বাবা শামসু দোয়া করে বলেন “আমার ছোট্ট হিরো, শুভ জন্মদিন! তুমি আমাদের জীবনকে আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। তোমার জন্য সকল সুখ আর সাফল্য কামনা করে এই দোয়া করি”
“আল্লাহ তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে বরকত দিন এবং তোমার হৃদয়কে সৎ ও উদার করে তুলুন। আমার বড় ছেলে জিহাদ কে আল্লাহ”
————————————বাবা-শামসুল আলম
ঠিকানা—উত্তর জালিয়া পাড়া,৭নং ওয়ার্ড টেকনাফ পৌরসভা, টেকনাফ কক্সবাজার।