বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা ফেরদৌস কে আইনের আওতায় আনার দাবী
১৭ মার্চ সোশাল মিডিয়ায়”ইয়াবা ব্যবসায়ী তিন দালাল সিন্ডিকেট করে এলাকায় লাফাচ্ছে”জনৈক ফেরদৌস এর পেজবুক আইডি থেকে আমাদের ছবি দিয়ে চোর ডাকাত বলে জুতার মালার কথা ও উল্লেখ করা হয়। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে
যে আইডি থেকে আপত্তিও বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়া হয়েছে কি তার আসল পরিচয়?
উক্ত ফেরদৌস বিগত ১৬ বছরে তার বাপ,চাচা,জেটা সকলেই আওয়ামীলীগ করার সুবাদে উনছিপ্রাং এর সাধারণ মানুষের উপর স্টিমরোলার চালিয়েছে।টমটম,সিএনজি থেকে নিয়মিত মাসোহারা নিয়েছে।
আওয়ামী দোসর সুবিধাবাদী লীগ নামধারী ফেরদৌস বহু অপরাধের হুতা। সে এক সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সম্পাদক হিসাবে দাপটের সাথে দাপিয়ে বেড়ালে ও তার অপকর্ম আড়াল করতে এখন বিএনপির অংগসংগঠন “তাতীদলের”নেতা হতে অবৈধ পথে দৌড়ঝাপ শুরু করেছে। ইতোমধ্যে তার মুখোশ উন্মোচিত হয়েছে।
স্থানীয় যুবদল,শ্রমিকদল সহ বিএনপি ভাবধারার লোকজন প্রতিবাদে ফুঁসে ওঠায় পাগলের প্রলাপ করছে। আমরা তার মত একজন দুর্বৃত্ত বিএনপির অংগসংগঠনের মাধ্যমে পুনর্বাসন হবে আমরা তা মেনে নিতে পারিনা। এই আওয়ামী দোসর ফেরদৌসকে আইনের আওতায় আনলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
আমরা সোশাল মিডিয়ায় অপপ্রচার ও তার জঘন্যতম উক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী জামাল উদ্দিন,পিতাঃ নুর আহমদ, আনোয়ারুল ইসলাম,পিতাঃ মৃত আবুল মন্জুর। সাং উনছিপ্রাং।