বাংলাদেশ জামায়াত ইসলামী পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় মজলিসের সোরা সদস্য ও কক্সবাজার জেলা আমির মৌ. অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী পতিত সরকারের আমলে দীর্ঘ সময় কোথাও বসে আমরা ইফতার করতে পারিনি। আমরা একটি দুঃসময় পার করে এসেছি। দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে। যা হতে দেওয়া যাবে না। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দল-বল সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।
রবিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ফারিরবিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌ. জমির উদ্দিন মাহমুদ,”জাতীয়তাবাদী দল বিএনপি পালংখালী ইউনিয়ন শাখা সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, জাতীয়তাবাদী যুবদল সভাপতি হামিদ হোসেন সাগর, কক্সবাজার জেলা ছাত্রশিবির এর সাবেক সভাপতি আবদুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা নুরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পালংখালী শাখা সভাপতি মৌ. হাফেজ আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পালংখালী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা মৌ. নুরুল আমিন সিদ্দিক।