চলতি বছরের শুরুতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তার জায়গায় কাকে নেতৃত্বে আনা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
তবে শান্ত দায়িত্ব ছাড়ার পর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ওপেনার লিটন কুমার দাসের নাম।
শনিবার (৮ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
নিয়মিত অধিনায়কের অবর্তমানে নেতৃত্ব দিয়েছেন এমন কেউই গুরুত্ব পাচ্ছে বিসিবির কাছে, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে, যারা এখনও দলে রয়েছে। তাদের মধ্য থেকেই কাউকে অধিনায়কত্ব দেওয়ার চেষ্টা করব।’
গেল বছরের ডিসেম্বরে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে সফলতা এনে দিয়েছিলেন লিটন কুমার দাস। তার নেতৃত্বের বেশ প্রশংসাও হয়েছিল সেবার। তাই ধারণা করা হচ্ছে তার কাঁধেই উঠতে যাচ্ছে টি-টোয়েন্টির নেতৃত্বাভার।
বিসিবি সভাপতিকে প্রশ্ন করা হয় মুশফিক অবসর নিয়েছেন এবং মাহমুদউল্লাহও অবসরের কাছাকাছি আছেন। নতুন করে কি এখন সাজানো হবে দল? ফারুক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে, ভালো কিছু করার। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা অনুসারে তারা কাজ করবে। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম–সাকিব–মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’