“আল্লাহ ভীরু নেতৃত্ব কায়েমের হলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য দূর হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সমাজে সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটাতে হলে আল্লাহ ভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রগুলোর চেয়ে পিছিয়ে নেই। শুধুমাত্র সৎ, দক্ষ ও আল্লাহ ভীরু সম্পন্ন মানুষের কারণে পিছিয়ে পড়ছে। আমরা সেই জায়গা মেরামত করতে চায়। শুধুমাত্র বক্তব্য আর বিবৃতি দিলে এই কাজ সম্পন্ন হবে না এর জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে দেশবাসীর সামনে নিজেদের কে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত জেলা কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন।
৮ ফেব্রুয়ারি বেলা ২:৩০টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরো বলেন। বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সততা ও যোগ্যতা পাশাপাশি নীতি- নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। এক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিলে নতুন প্রজন্ম আশাহত হবে। তিনি আরো বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান চলমান রয়েছে। মাহে রামাদানে আত্নগঠন, সংযম প্রদর্শন ও সহনশীলতা শিক্ষা দেয়। দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে মাহে রামাদানে বিত্তশালীদের উদার চিত্তে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, আব্দুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী প্রমুখ।