চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের নওশাদ আকবর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের টিটু ধর। নির্বাচিত প্রতিনিধিগণ দ্রুত আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা সাধারণ সভায় প্রস্তাব ও অনুমোদন নিয়ে গঠনতন্র অনুসারে কার্যাদি পরিচালনা করবেন।
আজ বুধবার চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. রাশেদ মোস্তফা, সহকারী নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. মোরশেদুল হক ও ইব্রাহিম আল হায়দার স্বাক্ষরিত ফলাফল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।