মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ৭৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বিজিবি। পরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে নিলামের মাধ্যমে কাঁকড়াগুলো বিক্রি করা হয়।
টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনের সুপার মোহাম্মদ সোহেল উদ্দিন জানান, বিজিবির ২ সদস্য টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ৭৫০ কেজি কাঁকড়া কাস্টমস শুল্ক স্টেশনে জমা দেন। এরপর পচনশীল দ্রব্য হিসেবে দুপুর ১২টার মধ্যে কাঁকড়াগুলো নিলামে উঠানো হয়। নিলামে সর্বোচ্চ মূল্য পরিশোধ করে মেসার্স জাহেদ স্টোর ভ্যাটসহ ৬৬ হাজার টাকায় কাঁকড়াগুলো ক্রয় করে নেন। নিলামে প্রায় ৩৮ জন অংশগ্রহণ করেন।
মেসার্স জাহেদ স্টোরের মালিক জাহেদ হোসেন বলেন, কাঁকড়াগুলো ৬৬ হাজার টাকায় ক্রয় করে নিয়েছি। আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে ২ হাজার টাকা লাভ হতে পারে।
এ সময় টেকনাফ কাস্টমস শুল্ক কর্মকর্তা, বিজিবির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।