কেক কেটে সাংবাদিক গিয়াস উদ্দিনের জন্মদিন পালন
দৈনিক প্রথম আলোর টেকনাফ উপজেলা প্রতিনিধি ও
টেকনাফ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক সাংবাদিক গিয়াস উদ্দিনের জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু ছিদ্দিক মার্কেটের নিউজ সেন্টারে কেক কেটে ও মিষ্টিমুখ করে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।
সবাইকে সাথে নিয়ে টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকীর মোনাজাতের মধ্য দিয়ে কেক কাটেন সাংবাদিক গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আনন্দ টিভির টেকনাফ প্রতিনিধি শহিদুল্লাহ,দৈনিক আমার সংবাদ টেকনাফ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার,এনটিভি ডিজিটালের টেকনাফ প্রতিনিধি,নোমান অরূপ, প্রতিদিনের কাগজ এর টেকনাফ প্রতিনিধি কেফায়েত উল্লাহ ও আমার বার্তার টেকনাফ প্রতিনিধি তোফায়েল প্রমুখ।