জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে টেকনাফ উপজেলা (অনলাইন) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংবাদকর্মী নোমান অরুপ।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয়ে এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মো. আশফাক উদ্দিন এ নিয়োগ পত্র তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভির জিএম ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু ও এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফখরুদ্দিন আহমেদ জুয়েল।
তিনি ২০১৯ সাল থেকে সাংবাদিকতার মহান পেশায় সংবাদকর্মী হিসেবে লেখালেখি শুরু করেন। তিনি কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া দ্য টেরিটোরিয়্যাল নিউজ-টিটি এন ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার বার্তা’য় কর্মরত রয়েছেন।
এছাড়া এনটিভির অনলাইন মিডিয়ায় টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় এনটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।