মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় আজ সোমবার রাত ১২টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারীরা। এতে রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।
তিনি বলেন, ‘আমরা আজকে (সোমবার) বিকেলে রেলভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলাম। এই বৈঠকে আমাদের মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মিলেনি। আজ রাত ১২টা থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আজ রাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।’
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ওদের (রানিং স্টাফদের) যে দাবি ছিল তা অর্থ বিভাগ কিছুটা গ্রহণ করেছে। আরও অনেক বিভাগের কর্মচারীরা দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছে। এটা তো বুঝতে হবে, স্বল্প সময়ে সব দাবি পূরণের সক্ষমতা সরকারের আছে কি-না। রেলওয়ে রানিং স্টাফদের দাবির বিষয়টি আমাদের হাতে নেই। এটা অর্থ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।’
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলপথ মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এতে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। রানিং স্টাফদের দাবি-দাওয়া আদায়ে রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে। এ অবস্থায় রানিং স্টাফরা যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি-দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনাও অব্যাহত আছে।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে রানিং স্টাফদের রানিং অ্যালাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। এ ছাড়া মাইলেজ অ্যালাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে।