শিরোনাম :
বড় ছেলে জিহাদ এর জন্মদিনে বাবা শামসুর অনুভূতি! মিথ্যা পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নেন আরসা নেতা আতাউল্লাহ গুম কমিশনে গিয়ে তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা ফেরদৌস কে আইনের আওতায় আনার দাবী অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা  সাবেক এমপি বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন কাউন্সিলর একরাম টেকনাফের মাদক কারবারি জাহাঙ্গীর অ’স্ত্রসহ গ্রেফতার কোস্ট গার্ড-ডাকাতদলের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ একজন আটক পালংখালী জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন কক্সবাজার কারাগারের জেলার আবু মুছার নেতৃত্বে চলছে দুর্নীতির মহোৎসব! 
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম.... বিশ্বের যে কোন স্থান থেকে সকল প্রকার সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট www.teknaftv.com ভিজিট করুন। ধন্যবাদ!

টেকনাফে ১ হাজার জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন

নিউজ ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার ১০০০ জেলে পরিবারকে সহায়তা করার লক্ষে দুই বছর মেয়াদী একটি প্রকল্প বাস্থবায়নের কাজ শুরু করেছে। কোস্ট ফাউন্ডেশন সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা ভাইটল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ প্রকল্পের কার্যক্রম চলবে।

 

আজ বুধবার বিকেলে টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

 

সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ,টেকনাফ উপজেলা সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউএনএইচসিআর’র প্রোগ্রাম কর্মকর্তা মিস মারজিনা খান ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল।

 

কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ আলী ও নারী ইউপি সদস্য লায়লা বেগম, সাংবাদিক তাহের নঈম, উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সমাজ ও জেলে প্রতিনিধি, নারীনেত্রী, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

২০১৭ সালের এপ্রিল মাসের এক সপ্তাহে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এ ভাষণে নাফনদী দিয়ে মিয়ানমার থেকে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করতে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাঞ্জা আরোপের জন্য বক্তব্য প্রদান করার পরেদিন থেকে নিষেধাজ্ঞা জারি না করে স্থানীয় প্রশাসন মাছ ধরা বন্ধ করে দেন। এরমধ্যে ২০১৭ সালের ২৫ শে আগস্ট পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে রোহিঙ্গা দল নামে। একই বছরের অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাফনদীতে মাছ শিকার বন্ধ করতে একটি পরিপত্র জারি করা হয়। ওই সময় মিয়ানমার থেকে প্রায় সাড়ে আট লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। সেই থেকে অদ্যবধি নাফ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে।

 

সভার শুরুতে নাফ নদীতে মাছ ধরা বন্ধের কারনে ক্ষতিগ্রস্থ জেলেদের নিয়ে কোস্ট ফাউন্ডেশনের করা গবেষণার বিভিন্ন দিক এবং প্রকল্পের কার্ক্রক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, ২ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে (এক হাজার) জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বিকল্প আয়ের পথ তৈরিতে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

 

সভায় হ্নীলা ইউনিয়নের জেলে প্রতিনিধি সমির দাস বলেন,নাফ নদীতে মাছ ধরা বন্ধের ফলে আমি বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করছি। নাফ নদীতে মাছ ধরার অনুমতি দিলে আমরা আবারো ঘুরে দাঁড়াতে পারবো।’

 

নারীনেত্রী কুলসুমা বেগম বলেন,’নাফ নদীতে মাছ ধরা বন্ধের পূর্বে আমাদের অবস্থা অনেক ভালো ছিল। এখন সবাই রোহিঙ্গাদের নিয়ে চিন্তা করে, কিন্তু তাদের চেয়েও এখানকার মানুষেরা খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে। এবিষয়ে সকলের দৃষ্টি দেওয়া উচিত।

 

মৎস্য কর্মকর্তা শহিদুল আলম বলেন,কোস্ট ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহন করেছে তা অত্যন্ত সময়োপযোগী। তাদের এই মহতি কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো। আশা করবো, তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ পরিচালনা করবে।

 

জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল বলেন, কর্মহীন জেলেদের বোবা কান্না অত্যন্ত হৃদয়বিদারক। কোস্ট ফাউন্ডেশনের গৃহীত প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চলের মানুষদের জন্য। অত্যন্ত সময়োপযোগী ও কল্যাণমুখি এই কার্যক্রম জেলেদের দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখবে।

 

মোহাম্মদ আবদুল্লাহ বলেন,কোস্ট ফাউন্ডেশন উখিয়া-টেকনাফের উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখছে। কর্মহীন জেলেদের জন্য তাদের প্রকল্প তাদের বেকারত্ব দূরীকরণে মাইলফলক হয়ে থাকবে।’

নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নাফ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞার পর কোস্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গবেষনা পরবর্তীতে আমরা এই প্রকল্পটি পেয়েছি। আশা করছি, সঠিক উপায়ে আমরা প্রকল্পের ১০০০ উপকারভোগী নির্বাচন করতে সক্ষম হবো। এই নির্বাচন করতে গিয়ে একটি সার্ভে করা হবে। সার্ভে পরবর্তীতে তা ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা প্রশাসনের কাছ থেকে যাচাই-বাছাই করে নেওয়া হবে। আমরা আশা করবো, এই প্রক্রিয়ায় সকলেই সহযোগিতা করবেন।

 

টেকনাফ উপজেলা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই,জেলেদের নিয়ে এমন একটি প্রকল্প শুরু করার জন্য। আমি আশা করবো- সঠিক উপায়ে প্রকৃত জেলেদের বাছাই করা হবে। এক্ষেত্রে আমার সহযোগিতা লাগলে তা করবো।

 

এসময় আরো বলেন,নাফ নদীতে মাছ ধরার অনুমতি ফিরিয়ে দিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে, আশা করছি ভালো কোন সংবাদ জেলেদের জন্য আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো নিউজ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!