খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব, মাদক ছেড়ে যুবকদের ক্রীড়ায় অংশগ্রহণ করে আগামী প্রজন্মকে ধরে রাখার জন্য পাড়ায় মহল্লায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সুস্থ ও সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে ক্রীড়ার প্রতি মনোনিবেশ বাড়ানো দরকার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী খেলোয়াড় এভারগ্রীণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
উখিয়ার ঐতিহ্যবাহী পালংখালী যুবরাজ সংস্থার খেলার মাঠে খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এভারগ্রীণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রেজাউল করিম।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোস্তাফিজুর রহমান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি হামিদ হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জয়।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুস্তম আলী সৈকতের পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কমিটির কোষাধ্যক্ষ আনোয়ার ইবনে কামাল।
উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পালংখালী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এভারগ্রীণ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরে উখিয়া উপজেলার শক্তিশালী ধামন খালী ফুটবল একাদশ বনাম টেকনাফ উপজেলার শক্তিশালী রঙ্গে এলাহি জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় উখিয়া উপজেলার শক্তিশালী ক্রীড়া সংগঠন ধামনখালী একাদশকে ১-২ গোলে হারিয়ে টেকনাফ উপজেলার শক্তিশালী ক্রীড়া সংগঠন রঙ্গে এলাহি জামাল মেম্বার ফুটবল একাদশ খেলার শুভ সূচনা করেন।
খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে প্রথম গোল করেন রঙ্গে এলাহি একাদশের খেলোয়াড় আমিন। প্রথমার্ধে রঙ্গে এলাহি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ধামনখালী একাদশের আবছারের গোলে খেলার সমতা ফেরান। খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন রঙ্গে এলাহি একাদশের সায়েম। খেলায় প্রধান রেফারি হিসেবে পরিচালনা করেন আলী হোসেন এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন, মোহাম্মদ সোহেল ও কানন শর্মা।
পালংখালী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এভারগ্রীণ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর আগামী এক মাস ধরে যুবরাজ সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে।