কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় মৃত্যু মোহাম্মদ আলীর বাড়ি ভাঙচুর ৮ লাখ নগদ টাকা স্বর্ণালংকার লুটের ঘটনায় ঘটে।
ওই ঘটনায় থানায় অভিযোগ করা হলে মোহাম্মদ মেহেদী ওরফে নুরু (৩৬)নামে একজনকে গুলি করে হত্যার চেষ্টায় চালায় প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একজন। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত দশটার দিকে টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া সমুদ্র সৈকতের পাড়ের সাইফুলের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গত বুধবার সন্ধ্যায় অভিযুক্ত টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ছেলে নুরুল আবসারের নেতৃত্বে টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মেহেদী ওরফে নুরু বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ ঘটনায় আবসারসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ৯ জানুয়ারি রাত ১০টার দিকে মহেষখালীয়াপাড়া সমুদ্র সৈকতের পাড়ের সাইফুল ইসলামের দোকানের সামনে কথা কাটাকাটির জের ধরে দুইজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ের নুরুল আবসার তার কোমড়ে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে মেহেদীর বুকের বাম পাশে গুলি লেগে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে। নুরুল আবসার দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইনজামামুল হক বলেন, রাতে কিছু লোকজন মেহেদী নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। ওই যুবকের বুকের বাম পাশে গুলি লেগেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ মোহাম্মদ মেহেদীর মা মরিয়ম খাতুন বলেন, এঘটনায় তিনি জড়িত আবসারের বিরুদ্ধে মামলা করবেন। এ অবৈধ অস্ত্র উদ্ধার করে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রাতে মোহাম্মদ মেহেদী ওরফে নুরুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের মধ্যে অপারেশন করে বুকের ভেতর থেকে গুলি বের করার কথা রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।