কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে জারি করা গেজেটে ভুল রয়েছে এবং তা সংশোধন করে সংশোধিত গেজেট প্রকাশের জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট রিটকারী আইনজীবী মো. আসাদ উদ্দিন সংস্কৃতি মন্ত্রণালয়ে এই চিঠি পাঠান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তিনি।আইনজীবী জানান, সরকার এই গেজেট প্রকাশ করেছে, সেজন্য সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে গেজেটে কবির দেশে ফেরার দিনটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। তাই তথ্য সংশোধন করে অতিদ্রুত সংশোধিত গেজেট প্রকাশের জন্য সরকারকে এই চিঠি দিয়েছি।
তিনি বলেন, কাজী নজরুলকে জাতীয় কবি হিসেবে দালিলিক স্বীকৃতি দিতে বিগত সরকারের আমলে ২৭ বার চেষ্টা করেছি। আদালতে রিট করেছিলাম, রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিল। বেশ সময়ক্ষেপণের পর রুলের জবাব দিয়েছিল তৎকালীন সরকার। তবে এরপর আর শুনানি হয়নি। এই শুনানির জন্য ২৭ বার আবেদন করেছি। শেষ পর্যন্ত আদালতে বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর গেজেট প্রকাশ হয়। কিন্তু গেজেটে তথ্যে ভুল আছে।
বাংলা সাহিত্য থেকে রাজনৈতিক জীবনেও রয়েছে কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের ঝংকার। কিন্তু তা সত্ত্বেও অবহেলায় রয়ে গেছেন বাংলাদেশের জাতীয় কবি। স্বাধীনতার ৫৩ বছর পর গত ২৪ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে পেয়েছেন দালিলিক স্বীকৃতি। কিন্তু স্বীকৃতির সেই নথিপত্রে দেশে ফেরার দিনটি নিয়ে রয়েছে দুই রকম তথ্য।