বলিউড ভাইজান সালমান খান। আপাতত এই তারকা তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ এবং রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও প্রাণনাশের হুমকি যেন তার পিছু ছাড়ছে না। সবশেষ সালমান খানের বন্ধু বাবা সিদ্দিককে মুম্বাইয়ে গুলি করে হত্যা করার পর থেকেই এই তারকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার তার বাড়ির বারান্দায় বুলেট প্রুফ গ্লাস লাগানো হচ্ছে।
এর আগে একাধিকবার সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। যার শুরু হয়েছিল গত বছরের এপ্রিলে বলিউড অভিনেতার মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর মধ্য দিয়ে। পরে ভাইজানের বন্ধু প্রভাবশালী রাজনীতিবীদ বাবা সিদ্দিককে হত্যা করা হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।
সিদ্দিককে হত্যার দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ঞোই গ্যাং। এরপর থেকেই তারা এই অভিনেতাকেও হুমকি দিয়ে আসছেন। মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছিল, সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকেই।
যদিও এসব হুমকিতে সালমানের কাজে কোনো প্রকার প্রভাব ফেলতে পারেনি। তিনি দিব্যি নিজের শুটিং চালিয়ে যাচ্ছেন। মিড-ডে-র প্রতিবেদন অনুসারে, হায়দ্রাবাদে ‘সিকান্দার’র শুটিং শেষে ১০ জানুয়ারি মুম্বাইয়ে এর শেষ অংশের কাজ শুরু করবেন সালমান। বহুল প্রত্যাশিত এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন ‘পুষ্পা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি বলিউড ভাইজানের জন্মদিন উপলক্ষ্যে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। এ থেকে দর্শকদের খুব ভালো সাড়াও পেয়েছেন তারা। এ আর মুরুগাদোস-এর পরিচালনায় এবং সাজিদ নাদিয়াদ ওয়ালার প্রযোজনায় ‘সিকান্দার’ আগামী ঈদে মুক্তি পাবে।