শনিবার ৪ (জানুয়ারি) টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শালবাগান ক্যাম্পের ডি ব্লকস্থ চেকপোস্টের সামনের ইটের রাস্তার উপর এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর শালবাগান এর একটি আভিযানিক টিম সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল আমিন নামের একজন কে আটক করে দেহ তল্লাশী করা হলে তার পরিহিত লুঙ্গির ডান খোচর হতে ০১ (এক) টি নীল রংয়ের জিপার পলিপ্যাকেটের ভিতরে রক্ষিত হালকা গোলাপী রংয়ের ২৯৫ (দুইশত পচাঁনব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ এপিবিএন গ্রেফতার করে।
উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। আটক মাদক কারবারির হলেন বাঙালি মোঃ আব্দুল আমিন(৩৬), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পরবর্তীতে আসামীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।