টেকনাফে বিজিবি’র অভিযানে এক মিয়ানমার নাগরিকে ছয় হাজার পিস ইয়াবা একটি মোবাইল ফোন সহ আটক করেছে বলে নিশ্চিত করেন, টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, ৩ (জানুয়ারি) রাত আনুমানিক ২ ঘটিকার সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ বরফকল নামক এলাকায় প্রতিদিনের মতো নৌ টহল পরিচালনা করছিল। সেসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বরফকল এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত ব্যক্তির হাতে থাকা পোটলার ভিতর হতে ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃত আসামী মায়ানমার নাগরিক মোঃ সামছুল আলম, পিতা-মৃত কালাই সোনা, গ্রাম-পেরামপুর,জেলা-মংডু, মায়ানমার।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইলসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।