টেকনাফে দৈনিক আমারদেশ পাঠক ফোরামের আনন্দ র্যালি সম্পন্ন
টেকনাফ প্রতিনিধিঃ
দৈনিক আমারদেশ পুনরায় প্রকাশিত হওয়ায় অদ্য বিকেল ৩ টায় টেকনাফে আনন্দ র্যালি ও শুকরানা সভা করেছে আমারদেশ পাঠক ফোরাম।
আওয়ামী ফ্যাসিবাদের রোষানলে পড়ে দীর্ঘ ১২ বছর প্রকাশনা বন্ধ থাকার পর পাঠকের হাতে পত্রিকা তুলে দেয়ায় আমারদেশের মজলুম সম্পাদক ড. মাহমুদুররহমান সহ আমারদেশের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক পূর্বকোন প্রতিনিধি হাফেজ মোঃ কাশেম,প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, দৈনিক আমারদেশ টেকনাফ প্রতিনিধি মুহাম্মদ তাহের নঈম,টেকনাফ নিউজের সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালাম, সাংবাদিক আবুল আলী,
আনন্দ টিভি’র টেকনাফ প্রতিনিধি শহীদ উল্লাহ, দৈনিক বাংলা পত্রিকা টেকনাফ প্রতিনিধি রহমত উল্লাহ, প্রতিদিনের কাগজ টেকনাফ প্রতিনিধি কেফায়ত উল্লাহ, জনবাণী পত্রিকা টেকনাফ প্রতিনিধি মোঃ ইউনুছ অভি,আমারদেশ পাঠক ফোরামের আহবায়ক ইয়াছিন আরাফাত,হাফেজ মোঃ হারুন সহ পাঠক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ র্যালি টেকনাফ শাপলা চত্বর থেকে শুরু করে টেকনাফ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাব চত্বরে দৈনিক আমারদেশের মঙ্গল কামনা করে মোনাজাত করেন মাওলানা সাইফুল ইসলাম সাইফী।