অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে সেরাদের আসরের ম্যাচ গুলো নিরপেক্ষ ভেন্যুতে। নিয়ম অনুযায়ী, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন দুবাইতে ভারতের বিপক্ষে খেলবে তারা। বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটির ভেন্যু দুবাই। এর আগে করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।
৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজের দলের বাকি দুই প্রতিপক্ষ হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল চারটি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ এ: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড