টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না ও প্রচার সম্পাদক আব্দুল মুনাফের নেতৃত্বে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালি নিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এতে শিশু কিশোরসহ আপামর জনতা যোগ দেয়।
শহীদ মিনারে ফুল দিয়ে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক, মোঃ আবদুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা দিয়ে বাঙ্গালী ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং বাংলাদেশ নামে একটি রাষ্ট্র বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেন।
বিশাল র্যালি নিয়ে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক আব্দুর রহিম মুন্না। সংক্ষিপ্ত বক্তব্য দেন টেকনাফ টিভি কে তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন এক মাতৃভূমির প্রত্যাশায় আমাদের এবার বিজয় দিবস উদযাপন করবো।তিনি আরো বলেন, অনেক সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ, অশ্রু ও সংগ্রাম শেষে স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।বিজয়ের ৫৩ বছর পূর্ণ হচ্ছে আজ। এ বছর বিজয় দিবসের সঙ্গে যুক্ত হচ্ছে একটি নতুন অনুষঙ্গ।
এসময় র্যালি ও উপজেলা শহিদ মিনারে উপস্থিত ছিলেন,নির্মাণ শ্রমিক দলের সভাপতি কামরুজ্জামান, সিএনজি শ্রমিক দলের সভাপতি শফিক আলম,মটর শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান,বাহার ছড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিজ,টেকনাফ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম,সাবরাং ইউনিয়নের শ্রমিক দলের সাঃ সম্পাদক মোহাম্মদ ইসলাম,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাঃ সম্পাদক করিম উল্লাহ, বাহার ছড়া ইউনিয়ন শ্রমিক দলের সাঃ সম্পাদক কফিল উদ্দিন,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবছার ও উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মুনাফ সহ বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Good News