টেকনাফে বিজয় দিবসে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শিবির
বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বাহারছরা ইউনিয়নের ওয়ার্ডগুলোর সমন্বয়ে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় এক আনন্দঘন মুহূর্তে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক ও জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার এসিস্টেন্ট সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার ৷
অন্যন্যদের উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা শিবিরের বায়তুল সম্পাদক তায়েফুল ইসলাম, সাবেক টেকনাফ উপজেলা সভাপতি মুহাম্মদ উল্লাহ, সাবেক উপজেলা সেক্রেটারি নুর মুহাম্মদ, সাবেক উপজেলা সেক্রেটারি আক্তার মাহমুদ, উপজেলা সভাপতি তারেকুর রহমান, সেক্রেটারি মোস্তফা জামাল মানিকসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ।
উদ্বোধনী খেলায় হোয়াইক্যং ইউনিয়নকে হারিয়ে বাহারছড়া ইউনিয়ন বিজয়ী হয়।