কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার ও একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আট টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ ডিসেম্বর টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধীনস্থ জীম্বংখালী শামছুর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে, জীম্বংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল শামছুর ঘের এলাকায় গমন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। বিকাল সাড়ে ৪ টার দিকে কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফ নদী অতিক্রম করে শামছুর ঘের দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার কোমরে ফিটিং অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কামরুজ্জামান রাজু (২৫), পিতা-কামাল হোসেন, গ্রাম-ঝিমংখালী, পোস্ট-নয়াপাড়া, উপজেলা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।