ক্সবাজারের টেকনাফে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কেএম নুর মোহাম্মদ এবং সঞ্চালনা করেন টেকনাফ উপজেলা মানবধিকার কমিশনের মুখপাত্র ও প্রচার সম্পাদক সাংবাদিক এস এন কায়সার জুয়েল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সমাজসেবা অফিসার খোরশেদ আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা মানবধিকার কমিশনের সহ সভাপতি আবুল কাসেম, টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সদস্য নুর বাঙালী, সদস্য জাকের হোসেন, সাবরাং ইউনিয়ন সভাপতি হোসেন আহমদ মেম্বার পদপ্রার্থী,সংবাদকর্মী কেফায়েত, সদস্য মোহাম্মদ করিম, রফিক, সালামত,শাহেদ, টেকনাফ সরকারি কলেজ ছাত্র আবদুল কাদের, ফাহাদসহ মানবাধিকার কমিশনের কর্মীরা।