বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সহকর্মীর মধ্যে এমন একটি ভাব চলে এসেছে যে, আমরা ক্ষমতায় চলে যাচ্ছি কিংবা চলে গেছি। দৃঢ়ভাবে বলতে চাই আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা জানি না। ক্ষমতা আর দেশ পরিচালনার মধ্যে পার্থক্য আছে। জনগণ আপনাকে ক্ষমতা দেবে না। দেশ পরিচালনার সুযোগ দেবে। আমরা ক্ষমতা নয়, দেশ পরিচালনার সুযোগ চাই।
বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। চট্টগ্রাম বিভাগ বিএনপি দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
তারেক রহমান বলেন, ‘সামনে যে নির্বাচন হতে যাচ্ছে তা বাংলাদেশের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন হবে। মানুষ অনেক সচেতন। বিএনপির প্রতি জনগণের যে আস্থা আছে, তা ধরে রাখতে হবে।’ দলের নেতাদের জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার নির্দেশনা দেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গত দেড়-দুমাস ধরে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তার সবই আমাদের ৩১ দফায় আছে। এটি প্রথমে ২৭ দফা ছিল। পরবর্তীতে আমাদের সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা করেছি। এটা শুধু বিএনপির দফা নয়। সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের চিন্তার ফসল এটি। দফাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এর প্রতি সমর্থন আদায় করতে হবে।
নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির আগামী দিনের সব কিছু এমন হতে হবে, যাতে জনগণের সমর্থন থাকে। এর দায়িত্ব আমার একার না। দায়িত্ব আমাদের স্থায়ী কমিটির সবার না। দায়িত্ব দলের সবস্তরের নেতাকর্মীর।
তারেক রহমান বলেন, ‘সামনের নির্বাচন অত সহজ হবে না। অত্যন্ত কঠিন হবে। হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে পড়েছে। তারপরও সামনে যে নির্বাচন হচ্ছে তা বাংলাদেশের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন হতে চলেছে। আপনার এলাকার জন্য পরিকল্পনা তৈরি করে এখন থেকেই কাজ করেন। ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে।