২৬ (নভেম্বর) ক্যাম্প এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্প এলাকার বি/৬ ব্লকস্থ মোঃ হোসাইন এর চায়ের দোকানের সামনের রাস্তায় ১ জন বাঙ্গালি মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে অবগত পূর্বক টহলরত অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাঙ্গালি বেলাল হোছন’কে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে তাহার পরিহিত লুঙ্গির কোচ হতে লুকানো অবস্থায় ০১ টি নীল রঙের জিপার প্যাকেট হতে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।