কক্সবাজার ব্যাটালিয়ন ২ (বিজিবি) অভিযান চালিয়ে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৬ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র টহলদল কৌশলে অবস্থানকালে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে।
উক্ত টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে চোরা কারবারীরা রাতের অন্ধকারের কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহল দল ওই এলাকায় তল্লাশি করে তিনটি ব্যাগের ভিতর থেকে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, টহল দল ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগী কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরা কারবারিদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।