শিরোনাম :
মিয়ানমারে পচারকালে আটক করেছে কোস্টগার্ড টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিবাদ টেকনাফ সদরে গরুর হাটবাজার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ টেকনাফ প্রেসক্লাবের তালা ভেঙ্গে জোরপূর্বক গঠিত আহবায়ক কমিটির আবুল কালাম আজাদ ও সাইফীর বিরুদ্ধে মামলা জাপান সফরেও আগামী বছর জুনের মধ্যে ভোটের অঙ্গীকার প্রধান উপদেষ্টার সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা মামলা প্রত্যাহার তালিকা দিয়েছে জামায়াত ও বিএনপি অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ: তারেক রহমান টেকনাফে সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর মুখে এক শিক্ষক 
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম.... বিশ্বের যে কোন স্থান থেকে সকল প্রকার সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট www.teknaftv.com ভিজিট করুন। ধন্যবাদ!

ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, হাসপাতালে ১০৩৪

প্রতিবেদকের নাম : / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে চলতি বছরে ভর্তি রোগীর সংখ্যা ৮৩ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে।

 

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগে একজন, ঢাকা উত্তর সিটিতে একজন, ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছেন। পুরুষদের একজনের বয়স ৩১ থেকে ৩৫ বছর, একজনের বয়স ৬৬ থেকে ৬০ বছর। নারীদের একজনের বয়স ৫৬ থেকে ৬০, একজনের ৭৬ থেকে ৮০ বছর এবং মেয়েশিশুর বয়স ৬ থেকে ১০ বছর। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ১১২ জনের মৃত্যু হয়েছে।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১১১, চট্টগ্রামে ১২৮, ঢাকা বিভাগে ১৮৩, ঢাকা উত্তরে ১৮৭, ঢাকা দক্ষিণে ১৬০, খুলনায় ১৪৫, ময়মনসিংহে ৩৬, রাজশাহীতে ৬৫, রংপুরে ১২ এবং সিলেট বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৩৩৭ জন।

 

তা ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ৭১৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন। তার মধ্যে ১৪ জন মারা যান। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন। মারা যান ৩ জন। মার্চে ভর্তি হন ৩১১ জন। মারা যান ৫ জন। এপ্রিলে ভর্তি হন ৫০৪ জন। মারা যান ২ জন। মে মাসে ভর্তি হন ৬৪৪ জন। মারা যান ১২ জন। জুনে ভর্তি হন ৭৯৮ জন। মারা যান ৮ জন। জুলাইয়ে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন। মারা যান ১২ জন।

 

আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। জুলাইয়ের তুলনায় ওই মাসে অনেক বেশি রোগী শনাক্ত হয়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন। মারা যান ২৭ জন। এরপর সেপ্টেম্বরে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন। মারা যান ৮০ জন। অক্টোবরে হাসপাতালে ভর্তি হন ৩০ হাজার ৮৭৯ জন। মারা যান ১৩৪ জন।

 

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে। এ বছর ১ হাজার ৭০৫ জন মারা যান। এর আগে ২০২২ সালে মারা যান ২৮১ জন। ২০২১ সালে মারা যান ১০৫ জন। ২০২০ সালে করোনার কারণে তেমন একটা ডেঙ্গুর প্রভাব বোঝা যায়নি। তবে ২০১৯ সালে ৩০০ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো নিউজ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!