কক্সবাজারের উখিয়া-টেকনাফ দুই উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে ৬ দিন ব্যাপী ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি ও সাড়াদান ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করণীয় বিষয়ে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় ৭টি ইউনিয়নে ৭টি প্রদর্শনী সম্পন্ন করা হয়।
বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্ব কক্সবাজার জেলা সাগর উপকূলীয় একটি দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২টি ঝুঁকিপূর্ণ উপজেলা হলো উখিয়া – টেকনাফ। উক্ত এলাকার সাধারণ মানুষজন কে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে সচেতন করতে দাতা সংস্থা ইউএনডিপি ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্সন এর পরিবেশনায় সচেতনতামূলক নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।
উখিয়া উপজেলার রত্নাপালং, জালিয়াপালং,রাজাপালং ও পালংখালী, টেকনাফ উপজেলার হ্নীলা,টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নে ১৪ ও ১৬ নভেম্বর মোট ৭ টি প্রদর্শনী সম্পন্ন করা হয়।
প্রদর্শনী শেষে দর্শকের সাথে ইন্টারএকশন পর্ব সম্পন্ন করা হয়।
এতে দর্শক নাটকের বিষয়বস্তু কতটুকু বুঝতে পারলো তার একটি প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়।
প্রদর্শনীগুলোতে চার হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাটকটি উপভোগ করেন এবং পাশাপাশি নাটকের সচেতনতামূলক তথ্য উপাত্ত গ্রহণের মধ্য দিয়ে প্রদর্শনীগুলোতে ইউনিয়ন চেয়ারম্যান , সচীব, গন উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি ও ইউএনডিপি-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং প্রদর্শনীটি উপভোগ করেন।