কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউপির নয়াবাজার এলাকায় মাদক কারবারিদের গুলিতে আব্দুর রহমান নামে একজন নিহত হয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
রবিবার রাতে চিহ্নিত মাদক কারবারি জাহেদ এবং আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জাহেদ আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জাহেদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রের আইনে মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।