যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-১১।
শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।