শেখের প্রার্থীকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বলে ভারত। গত (৭ নভেম্বর) নয়াদিল্লিতে পররাষ্ট্র রাষ্ট্রের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।
তিনি বলেন, ’আমরা যে বারবার বলেছি, তিনি বলেছেন এ বিষয়ে আমাদের অবস্থান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, ডোনাল্ড নিজের ভোটে প্রকাশ্য তাকে নির্বাচনে অংশ নেয়। বিষয়ে তিনি মন্তব্য জানতে চাইলে জয়সোয়াল এ জানান।
ছাত্র–জনতার গণভ্যুথানের পাসে গত ৫ আগস্ট শেখ্ত্দেওর পদ থেকে গণভবন ছেড়ে ভারত যান। তিনি থেকে তিনি নয়াদিল্লিতে আছেন।
সুত্র: news24bd.tv