নিজের ও পেশার সুরক্ষার দাবিতে প্রতীকী হাতকড়া পরে কক্সবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে কোন মামলা বা অভিযোগ না থাকা সত্ত্বেও গত রবিবার আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী মুনতাকিম শুভকে আটক করে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে শিক্ষানবিশ আইনজীবী আটকের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সর্বদলীয় আইনজীবী সমাজ।
তারা বলেন, আদালত থেকে আসামি গ্রেফতারের ক্ষেত্রেও যেখানে সুনির্দিষ্ট আইন আছে, সেখানে একজন শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেফতার করে দৃষ্টতা দেখানো হয়েছে। কথায় কথায় এভাবে ছাত্ররা পুলিশ ও আদালতের ওপর খবরদারি করলে সমস্ত সিস্টেম আগের অবস্থায় ফিরে যাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এসবের কারণে যেন মানুষকে বাধ্য হয়ে বলতে না হয়— আগেই ভালো ছিলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মান্নান, নাসির উদ্দিন ও তৌহিদুল এহেসান প্রমুখ।