শহিদ উল্লাহ টেকনাফ টিভি:::
কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং এলাকায় র্যাব -১৫ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১ জন কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ , হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া পূর্বপাড়া বড়পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পরে অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টা করলে ১ জন কে আটক করতে সক্ষম হয়।
হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া, ১নং ওয়ার্ড এলাকার উলা মিয়া পুত্র নুর ইলাহী ( ২১ ) , মাতা মনোয়ারা বেগম ।
অতিঃ পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক
-মোঃ আবু সালাম চৌধুরী জানান,
এ সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি দেশীয় তৈরি এলজি , ৮৫ ( পঁচাশি ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ কোয়াট ( মায়ানমারের মুদ্রা ) উদ্ধার করা হয় ।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
© টেকনাফ টিভি.কম | সর্বস্বত্ব সংরক্ষিত | ২০১৯ ওয়েব ডেভেলপার : আবদুর রহমান আজাদ
Leave a Reply