শহিদ উল্লাহ টেকনাফ টিভি:::
৬ এপ্রিল কক্সবাজার র্যাব ১৫ , গােপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারী কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি বনতলা রাস্তার মাথায় মারিয়া স্টোর এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর একটি চৌকশ আভিযানিক দল আনুমানিক ০৫ ৩০ ঘটিকায় সময়
উপরােক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার শেষটা করলে তাকে আটক করে,পরে জিজ্ঞাসা করলে জানতে পারে তার নিকট ইয়াবা রয়েছে ।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মােট ৬,০০০ ( ছয় হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
আসামী খাইরুল আমিন ( ৩৩ ) ( রােহিঙ্গা ) , পিতা- হাবিউল্লাহ , মাতা লায়লা বেগম , সাং- কুতুপালং রােহিঙ্গা ক্যাম্প , ক্যাম্প নং- ০১ , ব্লক- ই / ৯ , মাঝি- আলী হােসেন , থানা- উখিয়া ,
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে । গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
© টেকনাফ টিভি.কম | সর্বস্বত্ব সংরক্ষিত | ২০১৯ ওয়েব ডেভেলপার : ফ্রিল্যান্সার আজাদ খান
Leave a Reply