টেকনাফে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর
- আপডেট সময় :
বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১
-
97 বার পড়া হয়েছে
শহিদ উল্লাহ, টেকনাফ টিভি:::
টেকনাফ সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নতুন প্লান পাড়া গ্রামের হাবিব উল্লাহর পুত্র নিয়ামত উল্লাহর সাথে বিগত অাট বছর অাগে বিবাহ বন্ধনে অাবদ্ধ হন একই এলাকার মোহাম্মদ করিম ও জাহেদা খাতুনের মেয়ে অায়েশা খাতুনের। আয়েশা খাতুন জানান, তার শ্বশুর বাড়ির লোকজন সবাই দীর্ঘদিন পূর্বে বাংলাদেশে বসবাস করিলেও সবার চোখের আড়ালে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
বিয়ের পরে কয়েক বছর স্বাভাবিক জীবন যাপন করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি অায়েশা খাতুনের সংসার,গত কয়েক বছর অাগে থেকে অায়েশা খাতুনের সংসারে চলছে অশান্তির দাবানল,লোভী স্বামী যখন বিভিন্ন অজুহাত দেখিয়ে অায়েশা খাতুনের কাছে টাকা চাইত,সংসারের কথা চিন্তা করে বাপের বাড়ি থেকে ভুলিয়ে বালিয়ে টাকা এনে দিত লোভী স্বামীর কাছে,যখন টাকা দিত তখন সুখে থাকত অায়েশা খাতুনের সংসার,অার যখন টাকা দিতে পারতনা শুরু হতো তখন অায়েশা খাতুনের উপর নির্যাতনের স্টীম রোলার।অসহায় বাবার মেয়ে ও সংসারে দুইটি বাচ্চার কথা চিন্তা করে চোখ বুঝে সহ্য করতেন পাশবিক নির্যাতনের কথাও।প্রতিবারের মতো গত ২৩/০৩/২০২১ তারিখ অামার কাছে টাকা চায়,টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অামাকে অামার স্বামী,শাশুড়ী দেবর সহ সবাই এলোপাতাড়ি পিটিয়ে জখম করে,,অামার স্বামী গত কয়েক বছর ধরে বিভিন্ন প্ররোচনায় অামাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে অাসছে।পাষন্ড স্বামীর নির্যাতন সহ্য করতে না মেম্বারকে বিচার দেওয়ার কথা জানালে সে অামাকে বিভিন্ন হুমকিধামকি দেয়,তাই অার কোন উপায় না পেয়ে উপরোক্ত অভিযোগ নিয়ে বিবাদীদের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি।
নিউজটি শেয়ার করুন
Leave a Reply