টেকনাফ টিভি ডেস্কঃ
অনেক গুণের অধিকারী বিশিষ্ট সমাজসেবক, সুনামধন্য সফল ব্যবসায়ী, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমী চট্টগ্রাম মহানগর কমিটির সাধারাণ সম্পাদক, বিশিষ্ট মানবাধিকার কর্মী, দক্ষ সংগঠক এবং আমার বাজার লিঃ কোঃ এর একজন সফল ব্যবসায়ী, প্রকৌশলী শাহিন চৌধুরীর জন্মদিন আজ। তার এই জন্মদিনে তাহার উজ্জল ভবিষ্যৎ ও র্দীঘ আয়ু কামনা করছি। দারুন আজকের এই দিনটায় জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা! চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা পরিবারের সবার সাথে ভালোভাবে উপভোগ করো। সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাক হাজার বছর শুভ জন্মদিন।
শুভেচ্ছান্তেঃ
শিক্ষিকা
সেলিনা রহমান।
© টেকনাফ টিভি.কম | সর্বস্বত্ব সংরক্ষিত | ২০১৯ ওয়েব ডেভেলপার : আবদুর রহমান আজাদ
Leave a Reply