টেকনাফ টিভি ডেস্কঃঃ
নতুন রুপে ছোট পর্দায় ফিরছেন নবাগত মডেল সাবরিনা সুইটি। নিজেকে প্রস্তুত করে দর্শকদের মাঝে নতুন কিছু উপহার দিতে চলেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।সাবরিনা ইতি মধ্যে বেশকিছু শর্টফিল্ম সহ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন । ছোটকাল থেকেই সাবরিনা গান শুনা ও গল্প পড়ার পাশাপাশি মডেলিং করতে খুব ভালোবাসতেন। তার পচন্দের লেখকের তালিকায় রয়েছেন ইমদাদুল হক মিলন।
পরিবারের সাথেই মিলেমিশে থাকতে ভালোবাসেন সাবরিনা। শখের বসেই মিডিয়াতে পা রাখেন তিনি। সেই সাথে মিডিয়ায় বেশ কিছু কাজ করায় তার এখন স্বপ্ন ছোট পর্দায় ভালো কিছু কাজ উপহার দিতে চান দর্শক দের। ভালো গল্প পেলে মিডিয়ায় নিয়মিত কাজ করতে চান সাবরিনা সুইটি ।
সুইটির জন্ম নড়াইল সদরে হলেও থাকেন রামপুরায়। দুই ভাই এক বোনের মধ্যে সাবরিনা সুইটি বাবা মায়ের দ্বিতীয় মেয়ে।
সাবরিনা দর্শকদের কাছে দোয়া চেয়ে বলেন, ভালো অভিনয় দিয়ে দর্শকদের মনে যায়গা করতে চায় এবং সাফল্যের চুড়ায় নিজেকে দাড় করাতে চায়।
© টেকনাফ টিভি.কম | সর্বস্বত্ব সংরক্ষিত | ২০১৯ ওয়েব ডেভেলপার : ফ্রিল্যান্সার আজাদ খান
Leave a Reply