রহমত উল্লাহ টেকনাফ টিভি:::
১৮ জুলাই শনিবার বিকাল টেকনাফ নোয়াখালীর এলাকায় পাহাড়ি ঝর্ণাতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার ওসমান মাঝির ছেলে সাইফুল ইসলাম (২০)
বন্ধুরা জানান বিকালে আমরা সবাই নোয়াখালী বাগগুনার পাশের ঝর্ণা দেখতে যায়, হঠাৎ সাইফুল ঝর্ণাতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে যাই সাইফুল, সবাই তখন অনেক খুঁজা খুজির পর কোন সন্ধান পাইনি ১৯ জুলাই আজকে সকাল সাগরের কিনারাই লাশটি পাওয়া যায়।
স্থানীয় সুত্র জানায়,টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাগগুনার ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় তিনি আর সাঁতরে উঠে আসতে পারেননি বলে মনে করেন স্থানীয়রা।
খবর পেয়ে তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।অবশেষে দীর্ঘ ১৫ ঘন্টা পর সকালে সাগড় পাড় থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটির ব্যাপারে স্থানীয়
প্রশাসনকে অবিহত করে নিহতের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল, মনে করেন বৃষ্টির কারণে এখন পানির স্রোত বেশি, জায়গাটাও ঝুঁকিপূর্ণ।
© টেকনাফ টিভি.কম | সর্বস্বত্ব সংরক্ষিত | ২০১৯ ওয়েব ডেভেলপার : ফ্রিল্যান্সার আজাদ খান
Leave a Reply