আমি ওমর ফারুক প্রকাশ সিআইপি ফারুক। গত মঙ্গলবার ২০ মে ২০২৫
খ্রিস্টাব্দ: কক্সবাজারের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কক্সবাজারে “চোরাচালান ও হুন্ডি এখনো বদি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে” শীর্ষক একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে যেমন আমি হুন্ডি ও ইয়াবা পাচারের সাথে সম্পৃক্ত, চট্টগ্রাম কারাগারে বদির সাথে সাক্ষাৎ করতে যাই এবং তার অবৈধ ব্যবসা পরিচালনা করছি। আমার নিজস্ব বিশ জনের সিন্ডিকেটের কথা বলা হয়েছে। সিন্ডিকেট প্রধানের নাম বলা হয়েছে জাহাঙ্গীর আলম। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এহেন কোন গর্হিত কাজের সাথে আমি সম্পৃক্ত নয়। ২০০৮ সাল হতে এই পর্যন্ত টেকনাফ স্থলবন্দর, চট্টগ্রাম বন্দরে সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করে যাচ্ছি। বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন, পেঁয়াজ, রসুন, আদা, শুটকি, শুকনো ফল, সুপারি, কাঁচা মাছ, রুই মাছ প্রভৃতি আমার ব্যবসার আওতাভুক্ত। যা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে অনেকাংশে ভূমিকা রাখছে।
২০২১-২০২২ সেরা তরুণ করদাতা এবং ২০২২-২০২৩ সেরা করদাতা নির্বাচিত হয়েছি। আয়কর অফিসের সূত্র মতে ২০২৫ সালে আমার পরিচালনাধীন প্রতিষ্ঠান “মেসার্স ফারুক ট্রেডার্স” ও “মেসার্স রাফে ট্রেডার্স” ৫,৪৭,০১,৯৩৭ টাকা কর পরিশোধ করেছে। আল্লাহ সহায় থাকলে ২০২৫ সালে ও সেরা করদাতা নির্বাচিত হতে পারবো বলে আশা করছি। ব্যবসায়ী হিসেবে সরকারকে রাজস্ব দিয়ে সরকারের রাজস্ব খাতকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। উল্লেখ্য যে ২০২২ সালে ব্যবসায?িক সফলতার জন্য আন্তর্জাতিকভাবে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছিলাম যা নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে ও আমি কক্সবাজারের শীর্ষ আমদানি ও রপ্তানি কারক ব্যবসায়ী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছি।
আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য মূলত শত্রুপক্ষ এসব মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করছে। আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি সুষ্ঠু সুন্দরভাবে সরকারকে রাজস্ব দিয়ে এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। আমি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।