শিরোনাম :
মিয়ানমারে পচারকালে আটক করেছে কোস্টগার্ড টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিবাদ টেকনাফ সদরে গরুর হাটবাজার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ টেকনাফ প্রেসক্লাবের তালা ভেঙ্গে জোরপূর্বক গঠিত আহবায়ক কমিটির আবুল কালাম আজাদ ও সাইফীর বিরুদ্ধে মামলা জাপান সফরেও আগামী বছর জুনের মধ্যে ভোটের অঙ্গীকার প্রধান উপদেষ্টার সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা মামলা প্রত্যাহার তালিকা দিয়েছে জামায়াত ও বিএনপি অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ: তারেক রহমান টেকনাফে সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর মুখে এক শিক্ষক 
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম.... বিশ্বের যে কোন স্থান থেকে সকল প্রকার সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট www.teknaftv.com ভিজিট করুন। ধন্যবাদ!

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড

অনলাইন ডেস্ক / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে কোস্ট গার্ড

 

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। সীমান্তের নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে বাড়ানো হয়েছে জাহাজে করে টহল তৎপরতা।শনিবার (১৭ মে) দুপুরে সেন্টমার্টিনে সপ্তাহব্যাপী দ্বীপবাসীর জীবনমান উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানা কর্মসূচির শেষ দিনে এমন তথ্য জানিয়েছে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহীন মজিদ।

 

সরেজমিনে দেখা যায়, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন, তার বিপরীতে মিয়ানমার। যেখানে এখনো দেখা মিলছে ধোঁয়ার কুণ্ডলী। তাই বঙ্গোপসাগরের সেন্টমার্টিন অংশ বাড়ানো হয়েছে কোস্ট গার্ডের জলযান। বড় ট্রলারে টহলের পাশাপাশি মাঝ সাগরে অবস্থান করছে জাহাজ। যেখান থেকে সার্বক্ষণিক করা হচ্ছে নজরদারি।

 

মিয়ানমারের অভ্যন্তরে এখনো কেন ধোঁয়ার কুণ্ডলী এমন প্রশ্নে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহীন মজিদ আরও বলেন, ‘ওপারে কিসের ধোঁয়ার কুণ্ডলী তা আমাদের জানা নেই। এটা কৃষি কাজের হতে পারে বা অন্য কিছুও হতে পারে। তবে ওপারে নিধন চলছে নতুন করে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ধোঁয়ার কুণ্ডলীর বিষয়টি অবহিত নই।’

 

এ দিকে সম্প্রতি নানা উপায়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে দালাল চক্রের হাত ধরে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা ক্যাপ্টেন শাহীন মজিদ।

 

তিনি বলেন, ‘ওপার থেকে আর কোনো বিতাড়িত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য রাত-দিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে কোস্ট গার্ড। শুধু কোস্ট গার্ড নয়; অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, নৌ-পুলিশ এবং নৌ বাহিনী কাজ করছে। সবাই সমন্বিতভাবে চেষ্টা করছে আর একজন মানুষও যেন মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে। তারপরও কিছু সীমাবদ্ধতার কারণে রাতের আঁধারে দুই-একটা ঘটে যায়। যদি কোস্টগার্ডের নজরে আসে তাহলে তাদের প্রতিহত করে ফিরিয়ে দেয়া হয়; বলা হয়; এখানে কোনো রোহিঙ্গা আসা যাবে না, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

 

এ দিকে সেন্টমার্টিন দ্বীপে গত এক সপ্তাহ ধরে অগ্নিনির্বাপণী মহড়া, প্রাকৃতিক দুর্যোগের পূর্ব সতর্কতা, প্রস্তুতিমূলক ব্যবস্থা, দুর্যোগ পরবর্তী করণীয়, পরিবেশগত উন্নয়নে বৃক্ষরোপণ, মাদকাশক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা, জীবনমানের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণসহ নানা কর্মসূচী পালন করে কোস্ট গার্ড।

 

শনিবার দুপুরে দ্বীপের দেড় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নানা খাদ্যসামগ্রী বিতরণ করেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহীন মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো নিউজ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!