কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ রাউন্ড তাজা গুলি সহ দুই জন আসামী কে গ্রেফতার করেছে তারা উভয়ে স্বামী স্ত্রী
শনিবার গভীর রাতে (১৩ এপ্রিল) তাদের গ্রেফতার করেছে বলে রাতেই টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন নিশ্চিত করেন।
তারা হলেন, হোয়াইকং মিনা বাজার এলাকার মৃত হোছন আলীর ছেলে সেলিমও তার স্ত্রী রাজিয়া আকতার পুতুনি
তিনি জানান, হ্নীলা ইউপিস্থ চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে টেকনাফ মডেল থানার মোবাইল নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ চৌধুরা পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেক পোস্ট ডিউটি কালে টেকনাফ টু রঙ্গিখালী হইতে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য থামার সংকেত দিয়ে থামানো হয়।
উক্ত সিএনজিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় বিধি মোতাবেক তল্লাশী করা হয়। যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে উক্ত ব্যক্তিদ্বয় তাহাদের নিকট গুলি আছে মর্মে স্বীকারে করে এবং নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি বের করে দেন।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুকে ধৃত আসামীদের হেফাজত হইতে ২০ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত বিশ রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম এর নিকট হইতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাইতেছিলো বলে স্বাকীর করে তারা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টেকনাফ থানার মামলা রুজু করা হয়।