যশোর রেল রোডস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের মোদাচ্ছের আলী ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির ঘরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম হয়েছে। তাদের মধ্যে একটি পুত্র সন্তান।
নবজাতকদের মধ্যে প্রথম জন্ম নেয় পুত্র সন্তান। তারপর একে একে আরো তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। পবিত্র মাহে রমজানে জন্ম নেয়ায় পরিবার ইতোমধ্যে পুত্র সন্তানের নাম রেখেছে সিয়াম। কন্যা সন্তানগুলোর নাম এখনো রাখা হয়নি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়। সার্জন ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. শীলা পোদ্দার। বিয়ের ৩ বছর পর সুইটির কোল আলো করে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় বাবা ও মা দারুন খুশি। সিজারের আগ পর্যন্ত তারা জানতেন গর্ভে দুটি সন্তান রয়েছে।
নবজাতকদের কোলে নিয়ে সুখের অনুভূতি প্রকাশ করলেন নানি এবং দাদি। লালন পালনে সবার দোয়া চাইলেন তারা।
মা সুমাইয়া আক্তার সুস্থ আছেন। নবজাতক চারটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডা. মশিউল হাসনাতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, নবজাতকগুলো নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম। তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
দেড় বছর আগে এই হাসপাতালে একই উপজেলার হাশাদা শুটিয়া গ্রামের জিয়াউর রহমান ও তহমিনা দম্পতির কোল জুড়ে একসঙ্গে চার নবজাতকের জন্ম হয়। একসঙ্গে চার শিশুর জন্ম নেয়ার ঘটনা এই হাসপাতালে এটি দ্বিতীয়। মাহে রমজানে এমন ঘটনা মহান আল্লাহর রহমত বলছেন সবাই। খুশি হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও।