কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মোহাম্মদ নুর’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। (৫ মার্চ) বুধবার এফসিএন ন ১৯৭২০৫ ক্যাম্প ২০,ব্লক এম/৩২ এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নুরের পিতার নাম আবু সৈয়দ।
বুধবার রাত আনুমানিক ৮টার সময় রোহিঙ্গা ক্যাম্পে একদল দুষ্কৃতকারী এসে ক্যাম্পের হেডমাঝি নুরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা ক্যাম্পের হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন সহ অধিনায়ক( পুলিশ সুপার) সুদীপ্ত রায়।