কক্সবাজার টেকনাফে তারুণ্য উৎসব ২৫ উপলক্ষ্যে যুব নেতৃত্বে সাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসব্যাপী তারুণ্য উৎসবের সাথে সমন্বয় রেখে এক্টিভিস্টা টেকনাফ যুব নেতৃত্বে সাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের করা হয়েছে ।
১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর পক্ষ থেকে টেকনাফ উপজেলা শাপলা চত্বরে থেকে সাইকেল র্যালি ও পথসভা শুরু করে টেকনাফ ঝর্ণা চত্বরে এসে শেষ করেন।
টেকনাফ এক্টিভিস্টা সভাপতি মোহাম্মদ সোহেল বলেন,
বেসরকারী উন্নয়ন সংস্থা শেড ১৯৮৯ সাল থেকে আত্ম সামাজিক উন্নয়নে কক্সবাজার জেলায় স্বাস্থ্য পুষ্টি, জীবন জীবিকায়নের উন্নতি ও যুবদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
উক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জিবান্ধ জ্বালানি ব্যবহারের পরিবর্তে নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহারের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং এর উৎস বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করা।