বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার পক্ষে থেকে ” নাফনদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় টেকনাফ উপজেলা জামায়াতের ধন্যবাদ জ্ঞাপন’
‘অপারেশ ডেভিল হান্ট’ অভিযানে নিরহ ও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহবান
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে দীর্ঘ সাড়ে সাত বছর পর মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টেকনাফ উপজেলা শাখা।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় হ্নীলা স্টেশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সভায় ধন্যবাদ জ্ঞাপনের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন ও পৌরসভা জামায়াতের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ ও সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নানান অজুহাত দেখিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর নাফনদীতে জেলেদের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে জনগণের মৌলিক ও মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে জেলেদের বৈধভাবে রুজিরোজগারের পথ রুদ্ধ হয়ে যায় এবং জেলে পরিবারগুলোকে দীর্ঘ সময় মানবেতর দিনযাপন করতে হয়েছে। অবশেষে জনগণের দাবি, সরকারের সদিচ্ছা, মহামান্য আদালতের নির্দেশনা ও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিকতায় নাফনদীতে মাছ শিকারে শর্ত সাপেক্ষে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমরা অতি দ্রুত সময়ে নাফনদীর হ্নীলা ও হোয়াইক্যং অংশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জেলেদের মাছ ধরার সুযোগ সৃষ্টির জোর দাবি জানাচ্ছি।’
নিষেধাজ্ঞা প্রত্যাহারকৃত অংশে জেলেদের শর্ত মেনে মাছ শিকারের আহবান জানিয়ে জামায়াত নেতৃদ্বয় আরো বলেন, নাফনদীর হ্নীলা ও হোয়াইক্যং অংশে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে আমরা সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে, ক্রমান্বয়ে নাফনদীর হ্নীলা ও হোয়াইক্যং অংশেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাই আমরা জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য্য ধারণের পাশাপাশি অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ অবস্থানের আহবান জানাচ্ছি। পাশাপাশি নাফনদীর হ্নীলা ও হোয়াইক্যং অংশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জনগণের পক্ষ হয়ে আমাদের দাবি পুনর্ব্যক্ত করছি।
বিবৃতিতে জামায়াত নেতৃদ্বয় বলেন, ‘দীর্ঘদিন পর দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খা পরিস্থিতি উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানকে আমরা সমর্থন জানাচ্ছি। পাশাপাশি অভিযানে প্রশাসন যাতে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে এবং কারো প্ররোচনায় সাধারণ জনগণের ক্ষতি সাধন না হয় সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করছি।