শ্রীকৃষ্ণের হাতে জীবন
প্রত্যেক মানুষের জীবনের গল্প ভিন্ন ভিন্ন। কেউ পথে পড়ে থাকা মানসিক রোগীর গর্ভে জন্ম নিয়ে ধনীর ঘরে সুস্থ ও সুন্দরভাবে বড় হচ্ছে।
আবার কেউ নিজ পরিবারে স্বাভাবিকভাবে জন্ম নিয়ে বিভিন্ন কারণে মানসিক স্মৃতি হারিয়ে গৃহহীন হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে।
তাদের মধ্যে একজন জীবন শীল। তার বাড়ি চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনাইশ থানার বাইনজরি গ্রামে।
তার পরিবার সূত্রে জানা যায়, জন্মের কয়েক বছর পর কোন অশুভ শক্তির প্রভাবে জীবন তার স্বাভাবিক স্মৃতি হারিয়ে ফেলে। এরপর থেকে বড় ভাই শ্রীকৃষ্ণ তার দেখাশুনার দায়িত্ব গ্রহণ করে। হঠাৎ একদিন পরিবারের অসাবধানতাবশত জীবন প্রায় চার মাস আগে ঘর থেকে বের হয়ে যায়। সে তার ইচ্ছামতো ঘুরতে ঘুরতে চলে আসে বাংলাদেশের শেষ দক্ষিণ সীমান্ত টেকনাফে।
খেয়ে না খেয়ে পথে-ঘাটে জীবনযাপন করে প্রায় চার মাস। এরপর হঠাৎ একদিন জীবনের সাথে কথা হয় মানসিক রোগীদের তহবিল (মারোত)-এর উপদেষ্টা সাইফুল হাকিমের সাথে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে জীবনের ঠিকানা খুঁজে পায় সাইফুল হাকিম। তারপর জীবনের বড় ভাই শ্রীকৃষ্ণের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত হলে আজ বিকাল চারটায় শ্রীকৃষ্ণের হাতে জীবনকে তুলে দেওয়া হয়।
উক্ত হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসিক রোগীদের তহবিল (মারোত)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক – রাজু পাল, উপদেষ্টা – সাইফুল হাকিম, মোশারফ, জিয়াবুল হক প্রমুখ।