কক্সবাজারে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে টেকনাফ পৌর জামায়াতে ইসলামী। এসময় আগামীকাল (৮ ফেব্রুয়ারি) কর্মী সম্মেলনকে সফল করার আহবান জানানো হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বাদে জুমা টেকনাফ পৌরসভা ঈদগাহ থেকে শুরু হয়ে বাসস্টেশন প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, পৌরসভা জামায়াতের সভাপতি রবিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে আরও বক্তব্য রাখেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি শাহ আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি খোরশেদ আলম দিদার, শহীদুল ইসলাম,আবদুস শুক্কুর, মুহাম্মদ আইউব,আবু ছিদ্দিক, মোস্তাক আহমেদসহ প্রমূখ।