যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ও পানামা খাল অধিগ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করে এই দুটো স্থান জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) ফ্লোরিডায় ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনটি মূলত অর্থনৈতিক উন্নয়ন ঘোষণা করার জন্য সাজানো হয়েছিল।
ডেনমার্কের আওতাধীন অঞ্চল এবং পানামা খাল অধিগ্রহণে তিনি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, আমি কোনোটিরই নিশ্চয়তা দিতে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এটি প্রয়োজন।’
তবে ট্রাম্প কানাডা, মেক্সিকোর বিরুদ্ধে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করার কথা একাধিকবার বলেছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র কানাডাকে রক্ষা করতে বিলিয়ন ডলার ব্যয় করছে।’ কানাডা যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হওয়া উচিত বলেও সাংবাদিকদের জানান তিনি।
এ ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ের মধ্যে, তিনি মেক্সিকান উপসাগরকে ‘আমেরিকার উপসাগর’ নামকরণের প্রস্তাব দিয়েছেন এবং বাতাসের শক্তির বিরুদ্ধে তার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলছেন, বাতাসের টারবাইন তিমিদের পাগল করে দিচ্ছে।
এই সংবাদ সম্মেলনের পরেই ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করছেন।
ন্যাশনাল টেলিভিশনে ডেনিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন বলেন, ‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীদের’ এবং স্থানীয় জনগণের ভবিষ্যৎ নির্ধারণে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বললেন, ‘গ্রিনল্যান্ড বিক্রি হচ্ছে না’। তবে ডেনমার্কের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জোর দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ড দ্বীপটি চীন এবং রাশিয়ার জাহাজগুলোর ওপর নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, পানামা খাল ‘আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং দাবি করেছেন এটি চীনের দ্বারা পরিচালিত হচ্ছে।
পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘খালে চীনের কোনো হস্তক্ষেপ নেই।
পানামা খালটি বিংশ শতকের শুরুতে নির্মিত হয় এবং যুক্তরাষ্ট্র ১৯৭৭ সাল পর্যন্ত খালটি নিয়ন্ত্রণে রেখেছিল। তবে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে চুক্তির মাধ্যমে খালটিকে পানামার কাছে ফিরিয়ে দেওয়া হয়। সূত্র: বিবিসি