দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭০ ভর্তি হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৮ জন, চট্টগ্রামে ১০, ঢাকা বিভাগে ১৫, ঢাকা উত্তরে ৮, ঢাকা দক্ষিণে ১৬, খুলনায় ৫, ময়মনসিংহে ৩, রাজশাহীতে ২, সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ জন।
২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।